১ ) কবি মৃদুল দাশগুপ্ত একজন
( ক ) প্রাচীন যুগের কবি
( খ ) মধ্যযুগের কবি
( গ ) উনবিংশ শতকের কবি
( ঘ ) আধুনিক কবি
২ ) মৃদুল দাশগুপ্ত পেশায় একজন —
( ক ) কবি
( খ ) শিক্ষক
( গ ) ডাক্তার
( ঘ ) সাংবাদিক
৩) কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম
( ক ) জলপাই কাঠের এসরাজ
( খ ) ঝরাপালক
( গ ) সােনার তরী
( ঘ ) সােনার মাছি খুন করেছি
৪ ) 'ক্রন্দনরতা জননীর পাশে ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত ?
( ক ) আমপাতা জামপাতা
( খ ) সর্ষে খেত
( গ ) ধানখেত থেকে
( ঘ ) জলপাই কাঠের এসরাজ
৫) 'ক্রন্দনরতা ’ শব্দটির অর্থ –
( ক ) যে কাদছে এমন
( খ ) যে পুরুষ কাদছে এমন
( গ ) যে নারী কাদছে এমন
( ঘ ) ক্রন্দন থেকে বিরত
৬ ) কবিতায় ক্রন্দনরতার পাশে রয়েছেন –
( ক ) কিছু সাধারণ মানুষ
( খ ) কিছু নেতা ও মন্ত্রী
( গ ) মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী
( ঘ ) কবি
৭) ‘ এখন যদি না - থাকি ' — কবি কার পাশে থাকতে চান ?
( ক ) ক্রন্দনরত পিতা
( খ ) ক্রন্দনরতা জননী
( গ ) হাস্যময়ী জননী
( ঘ ) সুখী প্রতিবেশী
৮) ‘ এখন যদি না - থাকি ' — এখন বলতে কবি কোন সময়ের কথা বালেছেন ?
( ক ) বন্যার সময়
( খ ) দুর্গোৎসবের সময়
( গ ) দুঃখী নিরন্ন মানুষের উপর আক্রমণের সময়
( ঘ ) পরিবারের কোনাে ব্যক্তির মৃত্যু ঘটার সময়
৯) “ ক্রন্দনরতা জননীর পাশে / এখন যদি না - থাকি তাহলে –
( ক ) কেন গান গাওয়া
( খ ) কেন এ সমাজ
( গ ) কেন এ ক্রোধ
( ঘ ) কেন মিছে ঘৃণা
১০ ) 'কেন তবে লেখা,' কথাটির অর্থ –
( ক ) লেখা নিষ্প্রয়ােজন
( খ ) লেখা শেষ করা
( গ ) লিখতে অনুমতি চাওয়া
( ঘ ) লেখা থামিয়ে দেওয়া
১১) 'কেন গান গাওয়া ' — কথাটির অর্থ –
( ক ) গান না গাওয়াই শ্রেয়
( খ ) গানের অর্থ না বােঝা
( গ ) গান সম্বন্ধে অনভিজ্ঞতা
( ঘ ) হারমােনিয়াম বাজাতে না পারা
১২) “ কেন তবে আঁকাআঁকি ? ' ' — কথাটির অর্থ
( ক ) আঁকার নিয়মকানুন না জানা
( খ ) আঁকার রংতুলি না থাকা
( গ ) আঁকার অর্থ সময়ের অপচয়
( ঘ ) আঁকা অর্থহীন মনে হওয়া
১৩) ‘ লেখা ' , ' গান গাওয়া ' , ‘ আঁকাআঁকি ' কবির কাছে –
( ক ) যথার্থ
( খ ) অনুচিত
( গ ) আনন্দের
( ঘ ) বৃথা
১৪ ) 'নিহত ভাই ' বলতে কবি বুঝিয়েছেন -
( ক ) নিজের ভাইকে
( খ ) পাড়ার কোনাে ভাইকে
( গ ) পরের ভাইকে
( ঘ ) যে - কোনাে ভাইকে
১৫ ) “ নিহত ভাইয়ের শবদেহ দেখে / না - ই যদি হয়
( ক ) রােষ
( খ ) ক্ষোভ
( গ ) রাগ
( ঘ ) ক্রোধ
১৬ ) “ নিহত ভাইয়ের শবদেহ দেখে ” কবি সমাজ ও ভালােবাসার । পাশাপাশি কীসের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ?
( ক ) মূল্যবােধের
( খ ) পাপবােধের
( গ ) শিল্পবােধের
( ঘ ) রুচিরােধের
১৭ ) “ কীসের মূল্যবােধ ! ” — বলতে কবি কী বুঝিয়েছেন ?
( ক ) মানবিকতা
( খ ) প্রতিহিংসা
( গ ) সচেতনতা
( ঘ ) অসাবধানতা
১৮ ) 'ভালােবাসা ' , সমাজ ’ ও ‘ মূল্যবােধ ’ সম্বন্ধে কবির প্রশ্ন ওঠার কারণ -
( ক ) এসব বর্তমান সমাজে সহজেই মেলে
( খ ) এসব সকলের কাছে সমান গুরুত্ব পায় না
( গ ) এসবের কোনাে মানে নেই
( ঘ ) এসব বর্তমানে মূল্যহীন
১৯ ) 'যে - মেয়ে নিখোঁজ , ' — কথাটির অর্থ –
( ক ) সে পলাতকা
( খ ) সে নিরুদ্দেশ
( গ ) যার খোঁজ নেই
( ঘ ) যাকে অপহরণ করা হয়েছে
২০) ছিন্নভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির , সে-
( ক ) পথ হারিয়েছিল
( খ ) নিখোঁজ ছিল
( গ ) খেলতে গিয়েছিল
( ঘ ) পালিয়ে গিয়েছিল
২১) নিখোঁজ মেয়েকে কোথায় খুঁজে পান কবি?
( ক ) নদীর ধারে
( খ ) রাস্তায়
( গ ) পাহাড়ে
( ঘ ) জঙ্গলে
২২) মেয়েটি ছিন্নভিন্ন , কারণ-
( ক ) সে ছেড়া কাপড়জামা পরিহিতা
( খ ) সে সমাজ থেকে বিচ্ছিন্না
( গ ) সে ভিন্নধর্ম অবলম্বন করেছে
( ঘ ) সে লাঞ্ছিত হয়েছে
২৩) “ যে - মেয়ে নিখোঁজ , ছিন্নভিন্ন ” —তার জন্য কবি কী করতে চেয়েছেন ?
( ক ) বিধির বিচার চেয়েছেন
( খ ) কবিতায় প্রতিবাদ করতে চেয়েছেন
( গ ) জনতার দরবারে যেতে চেয়েছেন
( ঘ ) প্রতিহিংসাপরায়ণ হতে চেয়েছেন
২৪) “ আমি কি তাকাব আকাশের দিকে ” — কী দেখে ?
( ক ) ক্রন্দনরতা জননীকে দেখে
( খ ) নিহত ভাইয়ের শবদেহ দেখে
( গ ) নিখোঁজ জঙ্গলে পড়ে থাকা ছিন্নভিন্ন দেহ দেখে
( ঘ ) সবগুলাে
২৫) “ আমি কি তাকাব আকাশের দিকে ” —পরের পঙক্তিটি হল-
( ক ) প্রতিবাদী হয়ে
( খ ) বিধির বিচার চেয়ে
( গ ) জনহিতকারী হয়ে
( ঘ ) বৃষ্টির পথ চেয়ে
২৬) “ আমি কিতাকাব আকাশের দিকে ” বলতে কবি বুঝিয়েছে
( ক ) আকাশ উদার
( খ ) আকাশে চন্দ্র - সূর্য আছে
( গ ) আকাশে তাকালে ঈশ্বরকে পাওয়া যায়
( ঘ ) আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের দোহাই দেওয়া যায়
২৭ ) “ বিধির বিচার চেয়ে ? ” কথাটির অর্থ
( ক ) বিধাতার বিচার চেয়ে
( খ ) অন্যায়ের বিরুদ্ধে বিচার চেয়ে
( গ ) ন্যায়ের সপক্ষে বিচার চেয়ে
( ঘ ) ন্যায়ের বিপক্ষে বিচার চেয়ে
২৮) “ আমি তা পারি না । ” — এখানে ‘ আমি ’ কে ?
( ক ) পাঠক
( খ ) শ্রোতা
( গ ) কবি স্বয়ং
( ঘ ) বিবেক
২৯) “ আমি তা পারি না । ” — বলতে বােঝায়-
( ক ) কবি অক্ষম
( খ ) কবি অন্য কিছু পারেন
( গ ) শুধুমাত্র এটি কবি পারেন না
( ঘ ) কবির পক্ষে সম্ভব নয়
৩০) "... যা পারি কেবল সে - ই কবিতায় জাগে ” —কবিতায় কী জাগে ?
( ক ) কবির বিবেক
( খ ) কবির হিংসা
( গ ) কবির ক্রোধ
( ঘ ) কবির অক্ষমতা
৩১) “ সে - ই কবিতায় জাগে ” —বলতে বােঝায়—
( ক ) কবি কবিতা লেখেন
( খ ) কবির কবিতায় ফুটে ওঠে
( গ ) কবির কবিতার মুখ্য বিষয়
( ঘ ) কবি কবিতা ছাড়া কিছু লেখেন না
৩২) ‘ আমার বিবেক , ' — বলতে কবি কী বুঝিয়েছেন ?
( ক ) কবির চেতনা
( খ ) কবির অন্তর
( গ ) কবির মন
( ঘ ) কবির সচেতনতা
৩৩) বিস্ফোরণের আগে ’ বলতে বােঝায়—
( ক ) আসন্ন বিদ্রোহের আগে
( খ ) ফেটে পড়ার আগে
( গ ) কবির মনের বহিঃপ্রকাশ
( ঘ ) মিইয়ে যাওয়া
৩৪) বিস্ফোরণের আগে কী জেগে ওঠে ?
( ক ) প্রতিবাদী আন্দোলন
( খ ) আগ্নেয়গিরি
( গ ) জনজাগরণ
( ঘ ) কবির বিবেক
৩৫ ) কবির মনের বারুদ কখন জাগে ?
( ক ) বিস্ফোরণের মুহূর্তে
( খ ) বিস্ফোরণের পর
( গ ) বিস্ফোরণের পরিকল্পনায়
( ঘ ) বিস্ফোরণের আগে
৩৬ ) বারুদ ছাড়া কবির কবিতায় আর কী জাগে ?
( ক ) কবির কল্পনা
( খ ) কবির মুখরতা
( গ ) কবিত্ব শক্তি
( ঘ ) কবির বিবেক