Subscribe Us

অবৈধ সামান্যীকরণ কাকে বলে? উদহারণ সহ ব্যাখ্যা কর ।

 অবৈধ  সামান্যীকরণ:- কার্য কারণ সম্বন্ধ আবিষ্কারের চেষ্টা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি সামান্য বচন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় তাহলে যে দোষ হয় তাকে অবৈধ সামান্যীকরণ দোষ বলে। অবৈধ সামান্যীকরণ দোষ এর ক্ষেত্রে আমরা যখন পর্যবেক্ষিত দৃষ্টান্তগুলো সংগ্রহ করি তখন সেখানে নঞর্থক দৃষ্টান্ত গুলো উপেক্ষিত থেকে যায়। বিষয় টিকেএভাবে বলা যায়।


উদাহরণ:- 'সব কাক নিশ্চই কালো'। কারণ আমরা অন্য কোন রং এর কাক দেখিনি।

উত্তর সংকেত: যুক্তি বিশ্লেষণ:- 
(i)নং কাক কালো
(i)নং কাক কালো
(i)নং কাক কালো
. ' .সব কাক কালো

দোষ বিচার:- উক্ত আরোহ যুক্তিতে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে। ব্যাখ্যা:- এক্ষেত্রে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি কাকে কে কালো বর্ণের হতে দেখে 'সকল কাক হয় কালো' এরূপ সিদ্ধান্ত করা হয়েছে। কিন্তু পৃথিবীর সব কাক কলো কিনা তা অভিজ্ঞতার ভিত্তিতে কোনো মানুষের পক্ষে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। এমনও হতে পারে যে আমাদের সীমিত অভিজ্ঞতার বাইরে অন্য কোন রঙের কাক থাকতে পারে। কাযেই কাকের সঙ্গে কালো রঙের কোনো অনিবার্য সম্পর্ক আছে কিনা তা নির্ণয় করে অর্থাৎ কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করে এ ক্ষেত্রে সার্বিক সিদ্ধান্ত করা হয়েছে বলে যুক্তিটি অবৈধ সামান্যীকরণ দোষে দূষিত হয়েছে। ফলে সিদ্ধান্তটি ভ্রান্ত ও দোষ যুক্ত।