Subscribe Us

মর্লে মিন্টো আইনের সংস্কারের শর্ত ও গুরুত্ব আলোচনা কর। উচ্চমাধ্যমিক ইতিহাস 【2021】 বড় প্রশ্ন সাজেশন

ভূমিকা→ ঔপনিবেশিক ভারতে সাংবিধানিক সংস্কারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো 1909 খ্রিস্টাব্দে মর্লে মিন্টো সংস্কার আইন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ব্যাপকতা বৃদ্ধির পাশাপাশি এবং ভারতীয়দের ক্ষোপ প্রকাশের জন্য কিছু দাবি দাওয়া পূরণের তৎপর হয়। এই তৎপরতার ফলে মর্লে-মিন্টো সংস্কার আইন পাস হয়।

শর্তাবলী→

 মরলে মিন্টো শাসন সংস্কার আইনের দুটি অংশ (i) কার্য নির্বাহ পরিষদ (ii) আইন পরিষদ

(1) কার্য নির্বাহ পরিষদ→

 কেন্দ্রও বিভিন্ন প্রদেশে কার্য নির্বাহ পরিষদ গঠনের পক্ষে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়।

প্রথমত→ বড়লাটের কার্য নির্বাহ পরিষদের প্রথম একজন ভারতীয় সদস্য স্থান পায় এবং পরিষদের প্রথম ভারতীয় সদস্য হিসেবে নিযুক্ত হন সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ।

 দ্বিতীয়ত→ বোম্বাই ও মাদ্রাজের কার্য নির্বাহ পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করে দুই থেকে চার জন করা হয়।

 আইন পরিষদ→

 আইন পরিষদের গঠন ও ক্ষমতা বিষয়ক কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

 প্রথমত→ কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 60 জন বাড়ানো হয়।

 দ্বিতীয়ত→ কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদ গুলির বাজেট তৈরি, বাজেট পাস ও ভোট দানের অধিকার পায়।

তৃতীয়ত→ মুসলিমদের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয়।

সীমাবদ্ধতা→

 এই আইনের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে।

প্রথমত→ এই শাসন সংস্কার আইন দ্বারা কেন্দ্রে কিংবা প্রদেশে কোনো দায়িত্বশীল শাসন ব্যবস্থা গড়ে ওঠেনি।

দ্বিতীয়ত→ এই আইনের দ্বারা প্রাপ্তবয়স্ক ভোটাধিকার স্বীকৃত হয়নি।

তৃতীয়ত→ এই আইনে কেন্দ্র ও প্রদেশে নির্বাচিত ভারতীয় জনপ্রতিনিধি দের বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি।

চতুর্থত→ এই আইনে মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে সাম্প্রদায়ীকতা কে উস্কে দেয়।

গুরুত্ব→

 সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এর বেশ কিছু গুরুত্ব রয়েছে

প্রথমত→ এই আইনের দ্বারা কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা গুলিতে নির্বাচিত ভারতীয় সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হয়।

দ্বিতীয়ত→ ভারতের স্বায়ত্বশাসন ব্যবস্থা অগ্রগতির দিক থেকে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ দিক।

তৃতীয়ত→ এই আইনের দ্বারা সরকারি প্রশাসনে ভারতীয়দের যুক্ত করার ব্যবস্থা করা হয়।

চতুর্থত→ এই আইনের মাধ্যমে ভারতে সাংবিধানিক রীতির প্রচলন আরোও শক্ত ভিতের উপর স্থাপিত হয়।

 উপসংহার→

মর্লে মিন্টো শাসন ব্যাবস্থা আইন ভারতীয়দের হাতে কিছু অধিকারে দিলেও এই আইন দেশে নেতৃবৃন্দ দের খুশি করতে পারেনি। তাই ভারতীয়রা আরও অধিকার ক্ষমতার জন্য সচেষ্ট হয়ে ওঠে।