Subscribe Us

উচ্চ মাধ্যমিক ইতিহাস MCQ & SAQ ।। উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) ।। দ্বাদশ শ্রেণীর প্রশ্নোত্তর 2021 সাজেশন।। HS History Suggestion HISTORY 2021

1. খোলা দ্বার নীতি কোন দেশে ঘোষণা করেন?
→ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। জন হে 1899 খ্রিস্টাব্দে।

2. আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব নামে কে ঘোষণা করেন?
→ আমেরিগো ভেসপুচি।

3. আমেরিকা মহাদেশ কে  কবে আবিষ্কার করেন?
→ কলম্বাস। 1492 খ্রিস্টাব্দে।

4. আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে ?
→ 1783 খ্রিস্টাব্দে।

5. ভাস্কো-দা-গামা কবে ভারতে আসেন?
→ 1498 খ্রিস্টাব্দে 20 ই মে।  

6. ভাস্কো-দা-গামা ভারতে কোন বন্দরে সর্ব প্রথম আসেন?
→ কালিকট বন্দরে।

7. উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়?
→নরওয়ে কে।

 8. কলোনীয়া কোন শব্দ থেকে এসেছে?
→ ল্যাটিন শব্দ থেকে।

9. রিয়েল পলিটিক নীতির প্রবক্তা কে?
→ বিস মার্ক।

10. শিল্প বিপ্লব সর্বপ্রথম কোন দেশে সংঘটিত হয়?
→ ইংল্যান্ড এ।

11. শিল্প বিপ্লব সর্ব প্রথম কে ব্যাবহার করেন?
→  আর্নল্ড টয়েনবি

12. অন্ধকারছন্ন মহাদেশ কোন মহাদেশ কে বলা হয়?
→ আফ্রিকা।

13. মার্কেন টাইলবাদ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
→ অ্যাডাম স্মিথ।

14. আমেরিকা কাদের উপনিবেশ ছিল?
→ ব্রিটেন দের।
 
15. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিলেন?
→ জর্জ ওয়াশিংটন।

16. কোন সময়কাল নব্য সাম্রাজ্যবাদে নামে পরিচিত?
→ 1870-1914 সময়কাল পর্যন্ত।

17. নীল জল কী?
→ পর্তুগীজ শাসনকর্তা আলবুকার্ক এর সাম্রাজ্য বিস্তার নীতি নীল জল নামে পরিচিত।

18. ওয়েল অফ নেশন গ্রন্থের প্রবক্তা কে ?
→ অ্যাডাম স্মিথ।

19. মুক্ত বাণিজ্য নীতির প্রবক্তা দের কি বলা হত?
→ ফিজিও ক্র্যাটস।

20. উপনিবেশবাদ বলতে কী বোঝো?
→ কোন অঞ্চলের বাসিন্দাদের উপর সাম্রাজ্য বাদী নীতিতে বিশ্বাসী কোন শক্তির সার্বভৌম্ম আধিপত্য প্রতিষ্ঠানকে বলা হয় উপনিবেশবাদ।

21. ষোড়শ সপ্তদশ শতকের ইউরোপের নিরিখে নতুন বিশ্ব কাকে বলে?
→ ব্রিটেনে, পর্তুগাল, স্পেন ইত্যাদি ইউরোপীয় দেশ দক্ষিণ আমেরিকার নতুন উপনিবেশ স্থাপিত করে এগুলি নতুন বিশ্ব নামে পরিচিত।

22. ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন?
→ হওয়ায় দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ গুলি আবিষ্কার করেন।

23. উপনিবেশ এর অর্থ কী?
→ বিশাল সম্পত্তি।

24. হবসন লেনিন তত্ত্ব কাকে বলে ?
→ সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিস্তারের ক্ষেত্রে অর্থনীতিক প্রধান‍্য প্রতিষ্ঠার সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন লেনিন ও হবসন তাদের এই অর্থনৈতিক ব্যাখ্যা হল, হবসন লেনিন তত্ত্ব।

25. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো ?
→ কোন শক্তিধর রাষ্ট্র যখন অন্য কোন দুর্বল রাষ্ট্র বা জাতীর উপর অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ স্থাপন করেন তখন তাকে, সাম্রাজ্যবাদ বলে।

26. কবে কার নেতৃত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় ?
→ জার্মান চ্যান্সেলর বিসমার্ক এর নেতৃত্বে।
→ 1885 খ্রিস্টাব্দে ।

27. আফ্রিকা মহাদেশকে কেন অন্ধকারাচ্ছন্ন দেশ বলা হয় ?
→ ঊনিশ শতকের মধ্যভাগের আগে প্রচলিত আফ্রিকার অধিকাংশ অঞ্চলই ইউরোপের মানুষদের কাছে অজানা, অচেনা ও অনাবিষ্কৃত ছিল। তাই আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন দেশ বলা হয় ।

28. কী কারনে জন হে মুক্তি দার নীতি ঘোষণা করে ?
→ ইউরোপের দেশগুলো যেভাবে একতরফা যন্ত্র তন্ত্র উপনিবেশ স্থাপনে প্রতিযোগিতায় মেতে উঠেছিল সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সুযোগ হ্রাসের আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্রের সচিব জন হে মুক্তি দার নীতি প্রবর্তন করেন।

 29. সপ্ত বর্ষ ব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিলো ?
→1756 সালে।

30. মনরো নীতি কে প্রণয়ন করেন ?
→ টমাস মনরো।

31. বাণিজ্যিক পুঁজি কাকে বলে ?
→ উৎপাদনের জন্য নয় কেবল মাত্র ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য যে পুঁজি কাজে লাগানো হয় তাকে বলে বাণিজ্যিক পুঁজি।

 32. ম্যাকাও বন্দর কোথায় অবস্থিত ?
→ চীন দেশে।

33. নয়া-সাম্রাজ্য বাদ কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
→ডেভিড টমসন।

34. উত্তর আফ্রিকার কোন অঞ্চলে ফরাসিরা সর্বপ্রথম উপনিবেশ গড়ে তোলে ?
→ আলজেরিয়া ।

35. ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এম্পায়ার গ্রন্থটি কে লেখেন ?
→ হবসন ।

36. ভারতবর্ষে কারা প্রথম উপনিবেশ গড়ে তুলেছিলন ?
→ ইংল্যান্ডে ।

37. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।
→ 1600 খ্রিস্টাব্দে।

38. কোন দেশের নেতৃত্বে নির্জোট আন্দোলন গড়ে ওঠে ?
→ ভারতবর্ষের পন্ডিত জহরলাল নেহেরুর নেতৃত্বে ।

39. দূরপ্রাচ্য বলতে কী বোঝো ?
→ এশিয়া মহাদেশের চীন ও জাপানে এই দুই অঞ্চল সমূহকে মূলত দূরপ্রাচ্য বলা হয় ।

40. কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত ?
→ ইন্দোনেশিয়ার মালুকু ।

41. কাদের মধ্যে প্রথম আফিমের যুদ্ধ বাঁধে ?
→ চীন সরকারের সঙ্গে ইংরেজদের প্রথম আফিমের যুদ্ধ বাঁধে। 1839 খ্রিস্টাব্দে ।

42. নীরজোট আন্দোলন বলতে কী বোঝো ?
→ এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সদ্যৌ স্বাধীনতা প্রাপ্ত দেশ গুলি ঠান্ডা লড়াই জোটের বাইরে থেকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য যে আন্দোলন গড়ে তোলেন তাকে বলা হয় নীরজোট আন্দোলন।

43. ইন্দোচীন এর বর্তমান নাম কী ?
→ ভিয়েত মিন।

44. নামকীন সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল ?
→চীন ও ইংরেজ দের মধ্যে।
→ (1839-42 খ্রিস্টাব্দে)

45.  ইয়ান্দাবুর সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
→ 1826 খ্রিস্টাব্দে ।

46. Imperialism: A Study গ্রন্থটি কে রচনা করেন ?
→ হবসন।

47. Imperialism, the Highest Stage of Capitalism গ্রন্থটি কার লেখা ?
→লেনিন।
 
48. কবে কাদের মধ্যে শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় ?
→ 1895 খ্রিস্টাব্দে চীন ও জাপান এর মধ্যে।

49. কবে কাদের মধ্যে দ্বিতীয় আফিমের যুদ্ধ হয় ?
→ ব্রিটিশ ও ফরাসী জোটের মধ্যে।
→ 1857 সালে।

 50. বুল এর নির্দের নামা কে জারি করেন ?
→ 1493 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার ।

51. নামকিন সন্ধির ফলাফল কি হয়েছিল ?
→ নামকিন সন্ধির শর্ত অনুযায়ী ইংরেজরা হংকং লাভ করে এবং চীনের ক্যান্টন সহ পাঁচটি বন্দর ইউরোপীয় বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয় ।