Subscribe Us

রাজ্য বিধানসভার স্পিকারের বা অধ্যক্ষের কার্যাবলী আলোচনা করো।। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2021 বড় প্রশ্ন অষ্টম অধ্যায়

প্রশ্ন:-

রাজ্য বিধানসভার স্পিকারের বা অধ্যক্ষের কার্যাবলী আলোচনা করো।

অথবা,

 পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।

অথবা,

 রাজ্য বিধানসভার স্পিকারের ক্ষমতা, কার্যাবলি ও পদমর্যাদা সংক্ষেপে লেখো।



ভূমিকা→  রাজ্য বিধানসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করেন। রাজ্য বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লোকসভার স্পিকার এর অনুরূপ। সংসদিয় শাসন ব্যবস্থায় স্পিকার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রাক্তন স্পিকারের ঐতিহাসিক রুলিং→ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন স্পিকার শ্রী বিজয় কুমার বন্দোপাধ্যায়  ১৯৬৮ সালে রাজ্যপালের সিদ্ধান্ত বাতিল করে যে  ঐতিহাসিক রুলিং দেন,তার সংসদিয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বিধানসভার অভিভাবক। সংসদিয় গণতন্ত্রের চাবিকাঠি তার হাতেই।

কার্যাবলী→ স্পিকার বিধানসভায় সভাপতিত্ব করেন। সরকারি ও বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি সভার কার্যবিবরণী নির্ধারণ করেন। তিনি নিম্নলিখিত কাজ সম্পাদন করেন। যেমন-

(১) আলোচনা নিয়ন্ত্রণ→ স্পিকার বিধানসভার সংসদের আলোচনায় অংশগ্রহণ এর জন্য অনুমতি দেন। তার অনুমতি ছাড়া কোনো সদস্যে বক্তব্য রাখতে পারেনা। প্রশ্নোত্তর পর্বে নিয়মকানুন তিনি ঠিক করেন। তার রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করা যায় না।

(২) স্বাধীনতা সংরক্ষণ→ তিনি  নিরপেক্ষ ভাবে সমস্ত সদস্যদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করেন। তিনি সংসদীয় নিয়মকানুন যাতে লঙ্ঘন না হয় সেদিকে লক্ষ্য রাখেন।

(৩) শৃঙ্খলা রক্ষা করা→  বিধানসভায় শৃঙ্খলা রক্ষা করা তার প্রধান কাজ। বিশৃঙ্খলা জন্য তিনি কোনো সদস্যকে তিরস্কার,এমনকি বহিষ্কার করতে পারে। সভা মুলতবি ঘোষণা করার ক্ষমতা তার আছে।

(৪) ভোটগ্রহণ ক্ষমতা→ সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি ভোট গ্রহণ করে থাকেন। দু'পক্ষের সমান সংখ্যক ভোট পড়লে তিনি নির্ণয়ক ভোট দেন।

(৫) অধিকার রক্ষা→  বিধানসভায় সদস্যদের অধিকার ও মর্যাদা রক্ষার দায়িত্ব তার। তার অনুমতি ছাড়া কোনো সদস্যকে বিধানসভার এলাকা থেকে গ্রেপ্তার করা যায়না। সদস্যদের জীবন, সম্পত্তি,স্বার্থ রক্ষা করার দায়িত্ব স্পিকারের।

(৬) কমিটি বিষয়ক কাজ→ বিধানসভার কমিটি গুলির সভাপতিদের তিনি নিয়োগ করেন। তিনি রাজ্য সরকারকে তথ্য সরবরাহ করেন। মুখ্যমন্ত্রী অনুরোধে তিনি গোপন অধিবেশনের ব্যবস্থা করতে পারেন।

মূল্যায়ন→   স্পিকার বিধান সভার মুখপাত্র। সরকারের সাথে যোগ সূত্র তিনি রক্ষা করেন। সরকারের পক্ষে ও বিরোধী দলের মধ্যে বিরোধের ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা নেন। রাজ্যপাল ও সরকারের মধ্যে সমন্বয় কাজ তিনি করেন। তিনি বিধানসভার মর্যাদার প্রতীক। তবে স্পিকারের পদমর্যাদা নির্ভর করে পদাধিকারের ,ব্যক্তিত্ব দক্ষতা ও নিরপেক্ষতার উপর।