প্রশ্ন:-
লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো।
অথবা,
লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।
অথবা,
লোকসভার স্পিকারের ক্ষমতা, কার্যাবলি ও পদমর্যাদা সংক্ষেপে লেখো।
ভূমিকা→ ভারতের লোকসভার স্পিকার ইংল্যান্ডে কমন্স সভার স্পিকার এর পরিপূরক। এই পথ অত্যন্ত সম্মানিত ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত এখানে পার্লামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণতন্ত্রের চাবিকাঠি স্পিকারের হাতে থাকে।
কার্যাবলী
(১) বিতর্ক ও আলোচনা নিয়ন্ত্রণ→ স্পিকারের প্রশাসনিক কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কর্মসূচি গ্রহণ করা হবে, কোন সদস্য আলোচনায় অংশগ্রহণ করবেন, সবকিছু ঠিক করেন স্পিকার। তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করেন ভোটে অংশগ্রহণ করেন না। তবে প্রয়োজনে নির্ণয়ক ভোট দেন।
(২) সভা পরিচালনা ও শৃঙ্খলা রক্ষা→ স্পিকার আইনসভার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার অতন্দ্র প্রহরী। সভার শৃঙ্খলার দায়িত্ব স্পিকারের। স্পিকারের বিরুদ্ধে আদালতে নালিশ জানানো যাবে না।
(৩) নিরাপত্তা বিষয়ক ক্ষমতা→ ভারতের স্পিকার লোকসভার সচিলাবয়ে প্রধান। লোকসভার কর্মচারীদের নিরাপত্তা দেন তিনি। স্পিকারের অনুমতি ছাড়া কোনো সদস্যকে গ্রেপ্তার করা যায় না।
(৪) কমেটি সংক্রান্ত ক্ষমতা→ প্রতিটি দেশের আইন সভায় বিভিন্ন কাজ সম্পাদনের জন্য কতকগুলি কমিটি গঠন করা হয়। এই কমিটিগুলি স্পিকারের নির্দেশে কাজ করে।
(৫) যোগসূত্রের ভূমিকা→ রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যেই তিনি যোগ সূত্র হিসেবে কাজ করেন। পার্লামেন্ট সম্পর্কে তিনি রাষ্ট্রপতিকে রিপোর্ট দেন। সংসদের কাজকর্ম সম্বন্ধে জটিল প্রশ্নের উত্তর তিনি দেন।
ভূমিকা ও পদমর্যাদা
স্পিকার স্বাধীনতার প্রতীক তিনি সমগ্র জাতির প্রতিনিধিত্ব করেন। দেশের সম্মান তিনি রক্ষা করেন। তার পদমর্যাদা নির্ভর করে কতটা নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন তার উপর। অধ্যাপক আগরওয়াল তার গ্রন্থে বলেছেন যে ভারতের স্পিকার সংসদীয় শাসন ব্যবস্থায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। এই নিরপেক্ষ তার জন্য তিনি বিরোধী দলের শ্রদ্ধা আকর্ষণ করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভি.ভি.গিরি বলেছেন "নিরপেক্ষতায় আমাদের স্পিকারের যোগ্যতা" স্পিকার অপরের বক্তব্য শোনেন বেশি, স্পিকারের নিজে বক্তব্য রাখেন কম।
মূল্যায়ন→ভারতের স্পিকারের দল নিরপেক্ষতা কোনো সুস্থ ঐতিহ্য গড়ে ওঠেনি। এই কারণে ভারতে ইংল্যান্ডের প্রথাগুলি গুরুত্ব পায় না। বিভিন্ন সময়ে ভারতের স্পিকার গণ পক্ষপাত রেখে কাজ করেছেন। ভারতের স্পিকার দের কোনো উক্তি, কাজ এবং সিদ্ধান্ত নিরপেক্ষ হয়নি। প্রকৃত প্রস্তাবে ভারতের লোকসভার স্পিকার কে কোনো অর্থে ব্রিটিশ কমন্স সভার স্পিকারের মতো নিরপেক্ষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা যায়নি। এই পার্থক্যের কারণ হলো ইংল্যান্ডের ও ভারতের মধ্যে রাজনৈতিক পরিকাঠামো গত এবং রাজনৈতিক সংস্কৃতি গত পার্থক্য।
আরো পড়তে নিচে লিঙ্ক এ ক্লিক করো
ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো।। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2021 সাজেশন