Subscribe Us

How did the lady catch hold of the boy while he was attempting to snatch her purse

QUSTION

How did the lady catch hold of the boy while he was attempting to snatch her purse?

ANS

Mrs Luella Bates Washington Jones , an elderly character in 'Thank You Ma'am', a famous short story by Langston Hughes, was returning home from her daily work late at night. She worked in a hotel beauty-shop that remained open till almost eleven at night. As she was walking alone , a boy ran up behind her and tried to snatch her purse. But he lost his balance while snatching because of the combined weight of himself and the purse. He fell on the pavement. Mrs Jones quickly moved forward to the boy and grabbed him by his shirt so that he couldn't escape. She shook him until his teeth rattled.

বাংলা অনুবাদ

প্রশ্ন

ছেলেটি যখন তাঁর টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে তখন মহিলাটি তাকে কীভাবে ধরেছিলেন ?

উত্তর

ল্যাংস্টন হিউজ রচিত বিখ্যাত ছােটোগল্প 'Thank You Ma'am'- এর বয়স্ক চরিত্র, শ্রীমতী লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স তার দৈনন্দিন কাজ সেরে বেশ রাতে বাড়ি ফিরছিলেন। তিনি একটি হােটেলের প্রসাধনাগারে কাজ করেন যা প্রায় রাত এগারােটা অবধি খােলা থাকে। তিনি যখন একাকী হেঁটে ফিরছিলেন  একজন ছেলে পিছন থেকে ছুটে এসে তাঁর টাকার ব্যাগটি ছিনতাই করার চেষ্টা করল। কিন্তু ছিনতাই করার সময় ব্যাগের ও তার মিলিত ওজনের ফলে সে ভারসাম্য হারিয়ে ফেলল এবং ফুটপাথের ওপর পড়ে গেল। তখন শ্ৰীমতী জোন্স দ্রুত ছেলেটির সামনে গিয়ে তার শার্ট ধরে তাকে টেনে তুললেন যাতে সে পালাতে না পারে। তিনি ছেলেটিকে ধরে ততক্ষণ ঝাকাতে থাকলেন যতক্ষণ না তার সঁতে খটখট আওয়াজ হতে লাগল।