Subscribe Us

Explain || And then it is done

QUSTION

 Explain: “And then it is done".

1×6=6

 

ANS

 In his poem 'On Killing a Tree, Gieve Patel gives a graphic description of the total destruction of a tree. Man realises that neither a simple jab of the knife nor hacking and chopping can kill a tree. In order to kill a tree, it has to be uprooted. So the tree is roped, tied and pulled out. It is now cut off from the earth. Finally, in the presence of sun and air, the roots pass through the processes of scorching, choking, browning, hardening, twisting, withering. In this way, the killing of a tree is complete. This expression highlights man's satisfaction in destroying nature. Ironically, it shows how man glorifies his cruelty. 

বাংলা অনুবাদ

প্রশ্ন

"And then it is done" কথাটি ব্যাখ্যা করাে।

উত্তর

'On Killing a Tree' কবিতায় জীভ প্যাটেল একটি গাছকে সম্পূর্ণভাবে ধ্বংস করার এক নিখুঁত চিত্র এঁকেছেন। মানুষ উপলব্ধি করে যে ছুরির সাধারণ আঘাতে কিংবা কেটে টুকরাে টুকরাে করলেও গাছকে মেরে ফেলা যায় না। একটি গাছকে মেরে ফেলতে গেলে তাকে মূল - সহ উপড়ে ফেলা দরকার। সেজন্য গাছে দড়ি জড়িয়ে বেঁধে তাকে উপড়ে ফেলতে হবে। তাহলেই এটি মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সবশেষে সূর্যালােকে এবং বাতাসে শিকড়গুলাে ঝলসে, শ্বাসরুদ্ধ হয়ে, বাদামি রঙে পরিণত হয়ে, শক্ত হয়ে, দুমড়ে - মুচড়ে শুকিয়ে যাবে। এভাবে গাছকে মেরে ফেলার কাজটি সম্পূর্ণ হয়। প্রকৃতিকে ধ্বংস করার পর মানুষের পরিতৃপ্তি প্রকাশ করে এই অভিব্যক্তিটি। শ্লেষাত্মকভাবে এটি দেখিয়ে দেয় কীভাবে মানুষ তার নিজের নিষ্ঠুরতাকে মহিমান্বিত করে।