Subscribe Us

How does the tree in 'On Killing a Tree' heal itself

QUSTION

How does the tree in 'On Killing a Tree' heal itself?

1×6=6

ANS

 →In the poem 'On Killing a Tree' the tree symbolises nature . Nature is the best healer. The tree is a powerful living organism. It has great regenerative power. It has the unique power of healing wounds and attacks. A simple cut with the knife cannot make it dead. Its amazing vitality enables it to withstand the cuts and bruises. Man gives the tree much pain by hacking and chopping, but the act of hacking and chopping cannot kill it. The tree fights for life again. The bleeding bark heals its wounds. New leaves come out of its leprous hide. The small boughs grow into big branches and expand to its former size. In this way, the tree survives all odds and heals itself after a period of time. 

বাংলা অনুবাদ

প্রশ্ন

 'On Killing a Tree' কবিতায় গাছটি নিজেকে কীভাবে সারিয়ে তােলে?

উত্তর

→'On Killing a Tree' কবিতায় গাছ প্রকৃতির প্রতীক। প্রকৃতি হল সর্বশ্রেষ্ঠ চিকিৎসক। গাছ একটি শক্তিশালী জীবন্ত প্রাণসত্তা। এর বিরাট সঞ্জীবনী শক্তি রয়েছে। ক্ষত এবং আক্রমণ সারিয়ে নেওয়ার এক অতুলনীয় ক্ষমতা এর মধ্যে রয়েছে। ছুরি দিয়ে সামান্য কেটে দেওয়ার দ্বারা একে মেরে ফেলা যায় না। এর বিস্ময়কর প্রাণশক্তি সমস্ত ক্ষত এবং আঘাত সহ্য করে নিতে সাহায্য করে৷ কুপিয়ে এবং কেটে টুকরাে করে ফেলে মানুষ গাছকে বেশ কষ্ট দেয় বটে, কিন্তু এই কোপানাে ও কাটার দ্বারা গাছকে মেরে ফেলা যায় না। গাছ জীবনের জন্য আবার যুদ্ধ শুরু করে। রক্তাক্ত বাকল তার ক্ষত সরিয়ে নেয়। এর বিবর্ণ বাকল থেকে নতুন পাতা গজায়। ছােটো ছােটো শাখা বড়াে বড়াে শাখা হয়ে ওঠে এবং আগের মতাে বিস্তার লাভ করে। এইভাবে গাছ সমস্ত প্রতিকূলতা জয় করে নেয় এবং সময়ের সাথে সাথে নিজেকে সারিয়ে তোলে।