Subscribe Us

How does a tree offer resistance to its destruction? How does its resistance fail

QUSTION

How does a tree offer resistance to its destruction? How does its resistance fail?

3+3=6

ANS

A tree grows slowly by consuming the earth's nutrients and absorbing sunlight, air and water. But selfish greed and cruelty of man knows no bounds. At every stage of its growth and development a tree faces challenges and offers resistance to its destruction. Neither a jab nor hacking and chopping can kill a full - grown tree. Even if it is cut with powerful and cruel strokes, it feels pain but does not die. Its bleeding bark heals itself. Its trunk, from close to the ground, produces green twigs and small branches. And gradually it grows to its former size.
●But all its resistance fail when it is uprooted and cut off from anchoring earth. It has to give up when bare roots come out and as a result the life - supporting system fails. Then in the sun it is scorched and choked. Finally it goes through the process of browning, hardening, twisting and withering. Thus, ultimately the tree is killed.

বাংলা অনুবাদ

প্রশ্ন

গাছ কীভাবে তার ধবংস প্রতিরােধ করে কীভাবে তার প্রতিরােধ ব্যর্থ হয়?

উত্তর

গাছ ধীরে ধীরে পৃথিবীর পুষ্টিদ্রব্য ভােগ করে এবং সূর্যালােক, বাতাস আর জল শােষণ করে বাড়ে। কিন্তু মানুষের স্বার্থপর লােভ আর নিষ্ঠুরতার কোনাে সীমা নেই। বৃদ্ধি ও বিকাশের প্রতিটি পর্যায়ে গাছ চ্যালেঞ্জের মুখে পড়ে এবং তার ধ্বংস প্রতিরােধ করে। ছুরির সাধারণ আঘাত কিংবা প্রবল আঘাতে কেটে টুকরাে টুকরাে করেও পূর্ণবয়স্ক গাছকে মেরে ফেলা যায় না। এমনকি যদি এটাকে শক্তিশালী আর নিছুর আঘাত দিয়ে কাটা হয় তাহলেও এটা যন্ত্রনা পাবে কিন্তু মরবে। এটার রক্তাক্ত ছাল নিজেকে সারিয়ে ফেলবে। মাটির কাছে এটির কাণ্ড থেকে সবুজ পাতা আর ছােটো ছােটো ডাল বের হয়। আর এটি ধীরে ধীরে আগের আকারে পরিণত হয়। কিন্তু সব প্রতিরােধ ব্যর্থ হয়ে যায় যখন এটিকে দৃঢ়ভাবে ধরে রাখা মাটি থেকে উপড়ে কেটে ফেলা হয়। এটা হার মানে যখন নষ্ট শিকড়গুলাে বেরিয়ে আসে এবং তার ফলে জীবনদায়ী প্রক্রিয়া ব্যর্থ হয়। তারপর এটি রােদে ঝলসায় এবং শ্বাসরুদ্ধ হয়। শেষ পর্যন্ত এটা বাদামি হওয়া, শক্ত হওয়া, দুমড়ে মুচড়ে শুকিয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এভাবে শেষ পর্যন্ত গাছটা নিহত হয়।