Subscribe Us

উচ্চ মাধ্যমিক ইতিহাস MCQ & SAQ | ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি 【তৃতীয় অধ্যায়)】 | দ্বাদশ শ্রেণীর প্রশ্নোত্তর 【2021】 সাজেশন | HS History Suggestion | HISTORY 2021

 1. বার্থোলোমিউ দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন?

→ পর্তুগাল।

2. ফারুক শিয়ারের ফরমান কবে জারি করা হয়?

→ 1717 খ্রিস্টাব্দে।

3. কে অন্ধকূপ হত্যা বিষয়টি উদ্ভব করেন?

→ হলওয়েল।

4. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

→ মুর্শিদকুলি খাঁ।

5. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

→ মীর কাসিম।

6. আলিনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?

→ 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি।

7. দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন?

→ লর্ড ক্লাইভ বা রবাট ক্লাইভ।

8. দ্বৈত শাসন ব্যবস্থা অবসান কে, কবে ঘটান?

→ লর্ড ওয়ারেন হেস্টিংস।

→ 1772 খ্রিস্টাব্দে।

9. বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?

→1802 খ্রিস্টাব্দে।

10. অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

→1809 খ্রিস্টাব্দে।

→রঞ্জিত সিং ও বড়লাট মিন্টোর প্রতিনিধি চার্লস মেটকাফ এর সঙ্গে।

11. ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?

→নানা ফড়নবিশ কে।

12. ভারতবর্ষের আমলাতন্ত্রের জনক কাকে বলা হয়?

→ লর্ড কর্নওয়ালিস কে।

13. সিভিল সার্ভিস পরীক্ষা কে চালু করেন?

→ লর্ড কর্নওয়ালিস।

14. পলাশীর যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

→1757 খ্রিস্টাব্দের 23 জুন।

→ নবাব সিরাজ দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির।

15. বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠাতা করেন এবং কত সালে?

→ডঃ প্রফুল্লচন্দ্র রায়।

→1901 সালে।

16. (76 এর) মন্বন্তরের সময় বাংলার নবাব ও গভর্নর কে ছিলেন?

→ বাংলার নবাবছিলেন নজমউদ্দৌলা।

→ বাংলার গভর্নর ছিলেন লর্ড কাটিয়ার।

17. কে কবে ভারতবর্ষে ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তন করেন?

→ লর্ড ওয়ারেন হেস্টিংস।

→ 1773 খ্রিস্টাব্দে।

18. চিরস্থায়ী বন্দোবস্ত কে, কবে প্রবর্তন করেন?

→ লর্ড কর্নওয়ালিস।

→ 1793 খ্রিস্টাব্দে।

19. বোর্ড অফ রেভিনিউ গঠন করে কে কবে গঠন করেন?

→ লর্ড ওয়ারেন হেস্টিংস।

→ 1776 সালে।

20. কারা, কবে, কোথায় রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন?

→ ক্যাপ্টেন আলেকজান্ডার রেড ও টমাস মনরো।

→ 1802 খ্রিস্টাব্দে।

→ বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির বেশিরভাগ অঞ্চলে।

21. কে কবে কোথায় মহলওয়ারি বন্দোবস্ত চালু করেন?

→ এলফিনস্টোন।

→ 1822 খ্রিস্টাব্দে।

→ গাঙ্গেয় উপত্যকায় মহলওয়ারি বন্দোবস্ত চালু করেন।

22. কারা, কবে, কোথায় ভাইয়াচারী বন্দোবস্ত চালু করেন?

→ এলফিনস্টোন ও ম্যাকেনজির প্রচেষ্টায়।

→ 1824 খ্রিস্টাব্দে।

→ পাঞ্জাবে ভাইয়াচারী বন্দোবস্ত চালু করেন।

 23. ভারতবর্ষে আধুনিক পুলিশ ব্যবস্থা কে গড়ে তোলেন?

→লর্ড কর্নওয়ালিস।

24. কবে কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়?

→1853 খ্রিস্টাব্দে।

→ হুগলির রিষড়ায়।

25. কাও তাও প্রথা কি?

→ কোন বিদেশে, চীন সম্রাটের সামনে এলে সেই পথিক সম্রাটের কাছে মাথা নত করে প্রণাম করবে। এটাই কাও তাও প্রথা নামে পরিচিত।

26. কো হং প্রথা কি?

→ চীনের বণিক গোষ্ঠী কো হং নামে একটি বাণিজ্যিক নিগোম গঠন করেন। 1720 খ্রিস্টাব্দে এই বাণিজ্যিক কো হং প্রথা নামে পরিচিত।

27. আলজেরিয়ায় কারা প্রথম উপনিবেশ গড়ে তোলেন?

→ ফরাসিরা।

28. সূর্যাস্ত আইন কী?

→ লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম প্রধান শর্ত ছিল সূর্যাস্ত আইন। এই আইন অনুসারে যদি কোনো জমিদার নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সরকারী কোষাগারে রাজস্ব জমা দিতে না পারে তাহলে, তার জমি নিলামে উঠতো। এই আইনই সূর্যাস্ত আইন নামে পরিচিত।

 29. সম্পদের নির্গমন বা বহিঃগমন বলতে কি বোঝো?

→ পলাশীর যুদ্ধের পর থেকে, ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী ভারত থেকে প্রচুর অর্থ, সম্পদ নিয়ে যেতে থাকে। এই ঘটনা সম্পদের নির্গমন নামে পরিচিত।

30. অবশিল্পায়ন বলতে কী বোঝো?

→ উপনিবেশিক অর্থনৈতিক প্রভাবে ভারতের বস্ত্র শিল্প ধ্বংসের সম্মুখীন হয়। এভাবে কোন শিল্প যদি ধ্বংস প্রাপ্ত বা কোন নতুন শিল্প যদি গড়ে না ওঠে তবে যে অবস্থার সৃষ্টি হয়, তাকে অবশিল্পায়ন বলে।

31. আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়?

→ লর্ড ডালহৌসি।

32. জেমস মিল কে ছিলেন?

→ জেমস মিল ছিলেন একজন বিখ্যাত ঐতিহাসিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং দার্শনিক।

33. চীনের কয়েকটি অসম চুক্তির নাম লেখ?

→ নানকিং এর সন্ধি, বগের সন্ধি, পিকিং এর সন্ধি  প্রভৃতি।

34. কোন যুদ্ধের মাধ্যমে চীনে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে?

→ প্রথম আফিমের যুদ্ধ।

35. বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

→1764 খ্রিস্টাব্দে 8 অক্টোবর।

→ইংরেজদের সঙ্গে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত জোটের সঙ্গে।

36. কোন যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হয়?

→1799 সালের চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে।

37. মাদ্রাজের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?

→ 1769 খ্রিস্টাব্দের মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয়।

38. ব্যাঙ্গালুরু সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

→ 1784 খ্রিস্টাব্দে।

→ ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে।

39. অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা কে ছিলেন?

→ 1772 খ্রিস্টাব্দে সাজাত খাঁন।

40. কোন যুদ্ধের পর কাদের মধ্যে তিয়েন সিনের সন্ধি স্বাক্ষরিত হয়?

→ দ্বিতীয় আফিমের যুদ্ধের পর।

→ 1858 খ্রিস্টাব্দে চীন এবং ইঙ্গ ফরাসির শক্তির মাধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়।

41. ভারত শাসন আইন কবে পাস হয়? এই আইনের একটি শর্ত লেখ?

→ 1858 খ্রিস্টাব্দে 2 অক্টোবর ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাস হয়। এই আইনের একটি শর্ত হলো–

i) এই আইন দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে।

42. সিরাজউদ্দৌলা কবে কলকাতা আক্রমণ ও ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে?

→ 1756 খ্রিস্টাব্দের 20 জুন।

43. কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি?

→ স্যার এলিজা ইম্পে।

44. ল অফ নেশন গ্রন্থটি কে লেখেন?

→ জেমস মিল।

45. ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে?

→ রমেশচন্দ্র দত্ত।

46. ভারতে প্রথম কত খ্রিস্টাব্দে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়?

→ 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত। 23 মাইল।

47. কর্নওয়ালিস কোড কবে প্রতিষ্ঠিত হয়?

→ 1793 সালে।

48. হিতবাদের উদ্ভাবক কে ছিলেন?

→ জেরেসি বেনথাম।

49. বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতির নাম কি ছিল?

→ হেক্টর মনরো

50. রেগুলেটিং অ্যাক্ট আইন কবে পাস হয়?

→ 1773 খ্রিস্টাব্দে।

51. পিটের ভারত শাসন আইন কবে পাস হয়?

→ 1784 খ্রিস্টাব্দে।

52. শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

→ 1792 সালে।

→ টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে।

53. তৃতীয় পানিপথের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়?

→ 1761 সালে।

→ ইংরেজ ও মারাঠাদের মধ্যে।

54. চিন কুলিচ খাঁ কোন সম্রাটের প্রধানমন্ত্রী হয়ে ছিলেন?

→ মুহাম্মদ শাহ।