QUSTION
What is the message of the poem 'On Killing a Tree' according to you? Explain.
ANS
Gieve Patel's poem 'On Killing a Tree' has a strong message. The poem wants to say that a tree is a very powerful organism. It is a living organism. It has life and feelings. The growth of a tree is no less than the growth of a human being, and the cutting down of a tree is nothing but killing a tree. The act of killing a tree is a blood- ridden business. This is an act of extreme brutality. A tree cannot be killed so easily. Man has to make a lot of violent effort to kill it. The tree tries to overcome all the bruises and wounds, all the violent attacks of man. Man continues the murderous actions till it is killed. When the tree is finally killed, man sees it as victory. But the irony is that humans are destroying the nature that nourishes the human civilization.
বাংলা অনুবাদ
প্রশ্ন
তোমার মতে ' On Killing a Tree' কবিতাটির বার্তা কী? ব্যাখ্যা করাে।
উত্তর
জীভ প্যাটেলের ‘On Killing a Tree' নামক কবিতার গুরুত্বপূর্ণ এক বার্তা রয়েছে। কবিতাটি বলতে চায় যে গাছ শক্তিশালী এক সত্তা৷ এর জীবন ও অনুভূতি রয়েছে। গাছের বেড়ে ওঠা মানুষের বেড়ে ওঠার মতাে একই রকম, আর গাছকে কেটে ফেলা ওকে মেরে ফেলা ছাড়া অন্য কিছু নয়। গাছকে মেরে ফেলার কাজ এক রক্তাক্ত হত্যালীলা। চরম পাশবিক এক কাজ এটি। একটি গাছকে সহজে মারা যায় না। একে মারার জন্য মানুষকে অনেক হিংস্র প্রচেষ্টা নিতে হয়। গাছ সব আঘাত এবং ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা চালায়। মানুষ এই জঘন্য হত্যালীলা চালায় যতক্ষণ না গাছটি মরে৷ যখন গাছটিকে সম্পূর্ণভাবে হত্যা করা হয়, মানুষ ভাবে তার জয় হয়েছে। কিন্তু নিয়তির পরিহাস এই যে মানুষ সেই প্রকৃতিকেই নষ্ট করছে যে প্রকৃতি তাকে পরিপুষ্ট করে।