QUSTION
Why does the poet describe the killing of a tree in such graphic detail?
Or
Consider the poem, 'On Killing a Tree', as a telling commentary on one of the major environmental issues of the day.
ANS
→The poet Gieve Patel has deep concern for environment. In the poem, 'On Killing a Tree', he treats trees as living organisms. He observes that man's greed and selfishness cause destruction of trees. So he raises his voice against reckless felling of trees. The images of violence that the poet uses in the poem show the poet's genuine love for trees. Words and expressions such as' a simple jab of the knife,'hack and chop,'pain' bleeding bark,'most sensitive highlight the poet's heartfelt sympathy for trees. As a sensitive poet, Gieve Patel describes the killing of a tree in such a vivid manner as to evoke our sympathy for trees. Thus the poem denounces man's callousness towards the trees.
বাংলা অনুবাদ
প্রশ্ন
কবি কেন এত পুঙ্খানুপুঙ্খভাবে গাছটিকে মেরে ফেলার বর্ণনা দিয়েছেন?
অথবা
'On Kiling a Tree' কবিতাটিকে আজকের দিনের একটি অন্যতম প্রধান পরিবেশ বিষয়ক জোরালাে মন্তব্য হিসেবে বিচার করাে৷
উত্তর
→কবি জীভ প্যাটেলের পরিবেশ সম্পর্কে গভীর উদ্বেগ রয়েছে। 'On Killing a Tree' কবিতায় তিনি গাছকে জীবন্ত সত্তা হিসেবে দেখেছেন। তিনি লক্ষ করেছেন যে মানুষের লােভ ও স্বার্থপরতার জন্যই বৃক্ষনিধন ঘটছে। তাই তিনি নির্বিচারে গাছ কেটে ফেলার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। কবি যে সমস্ত হিংসার চিত্রকল্প কবিতায় ব্যবহার করেছেন তা গাছের প্রতি কবির অকৃত্রিম ভালােবাসাকে প্রকাশ করে। বিভিন্ন শব্দ ও শব্দবন্ধ যেমন‘ a simple jab of the knife','hack and chop','pain','bleeding bark','most sensitive গাছের প্রতি কবির আন্তরিক মমত্ববােধ তুলে ধরে। সংবেদনশীল কবি হিসেবে জীভ প্যাটেল গাছকে মেরে ফেলার এত নিখুঁত বর্ণনা দিয়েছেন যাতে গাছের প্রতি আমাদেরও সহানুভূতি জাগে। কবিতাটি গাছের প্রতি মানুষের উদাসীনতাকে ধিক্কার জানিয়েছে।