Subscribe Us

পুরুষসৃক্ত কী

প্রশ্নঃ পুরুষসৃক্ত কী ? 

উত্তরঃ ঋকবেদের দশম মণ্ডলের অন্তর্ভুক্ত ছিল পুরুষমূক্ত স্তোত্র । যা থেকে ব্রাহ্মণ , ক্ষত্রিয় , বৈশ্য , শূদ্রের উদ্ভবের কথা জানা যায় । এই সূক্ত অনুসারে ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণ , বাহু থেকে ক্ষত্রিয় , উরুদেশ থেকে বৈশ্য ও পদযুগল থেকে শুদ্র জাতির সৃষ্টি হয়েছিল ।