প্রশ্নঃ বৈদিক যুগে জাতিভেদ প্রথা কীরূপ ছিল ?
উত্তরঃ বৈদিক যুগে বংশানুক্রমিক জাতিভেদ প্রথা ছিল না । কিন্তু পরবর্তীকালে বিভিন্ন বৃত্তি বা পেশাকে কেন্দ্র করে আর্য সমাজ চারটি শ্রেণিতে বিভক্ত হয়ে পড়ে । যথা — ব্রাহ্মণ , ক্ষত্রিয় , বৈশ্য ও শূদ্র । যাগ - যজ্ঞ প্রভৃতি আধ্যাত্মিক কাজে নিয়োজিত ব্যক্তিগণ ব্রাহ্মণ , সামরিক কাজে নিযুক্ত ব্যক্তিগণ ক্ষত্রিয় , ব্যবসা - বাণিজ্য প্রভৃতি কাজে যুক্ত ব্যক্তিগণ বৈশ্য এবং সাধারণত উপরিউক্ত তিন শ্রেণির সেবামূলক কাজে নিয়োজিত ব্যক্তিগণ শূদ্র নামে পরিচিত ।