Subscribe Us

বর্ণাশ্রম কাকে বলে

প্রশ্নঃ ‘ বর্ণাশ্রম ’ কাকে বলে ?

 উত্তরঃ বৈদিক যুগে বর্ণভেদ ছিল । আর্যরা ছিল গৌরবর্ণ এবং অনার্যরা ছিল কৃষ্ণবর্ণের । এই আর্যদের জীবনে চারটি স্তর ছিল যথা— ব্রহ্মচর্য , গার্হস্থ্য , বাণপ্রস্থ , সন্ন্যাস । আর্যদের প্রথম তিনটি বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ , ক্ষত্রিয় ও বৈশ্যের জীবন এই চারটি আশ্রমের দ্বারা পরিচালিত হত, একে ‘ বর্ণাশ্রম ’ বলে