প্রশ্নঃ ঋকবৈদিক যুগে সামাজিক জীবনের ভিত্তি কী ছিল ?
উত্তরঃ ঋকবৈদিক যুগে সামাজিক জীবনের ভিত্তি ছিল ' কুল ' বা পরিবার । চরিত্রগতভাবে এটি ছিল পিতৃতান্ত্রিক এবং একান্নবর্তী । পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ হতেন এর প্রধান বা ‘ কুলপতি ' । পিতামহ - পিতামহী , পিতা - মাতা , ভ্রাতা - ভগ্নী ও অন্যান্য পরিজনদের নিয়ে পরিবার গঠিত ছিল । সমাজ পিতৃতান্ত্রিক হলেও নারী জাতি সেখানে যথেষ্ট গুরুত্ব বা মর্যাদা পেতেন ।