Subscribe Us

মধ্যপ্রস্তর যুগের সময়কাল কী ছিল || এই যুগের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল

প্রশ্ন : মধ্যপ্রস্তর যুগের সময়কাল কী ছিল ? এই যুগের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল ?

 উত্তর : আনুমানিক ৯০০০-৪০০০ খ্রিস্টপূর্বাব্দ ছিল মধ্যপ্রস্তর যুগের সময়কাল । এই যুগের নিদর্শন পাওয়া গিয়েছিল ভিমবেটকা , আজমগড় , প্রতাপগড় , মির্জাপুর প্রভৃতি অঞ্চলে । এই অঞ্চলের গুহাচিত্র থেকে এই যুগের মানুষের শিকার , মাছধরা , খাদ্য সংগ্রহ , সন্তানের জন্ম ও সমাধি দেওয়ার মত কার্যধারার নিদর্শন পাওয়া যায় । এই যুগের হাতিয়ার পাওয়া গিয়েছিল গোদাবরী ও নর্মদা উপত্যকা অঞ্চল এবং গুজরাট ও বোম্বাই উপকূলে ।