প্রশ্ন : ভারতে মধ্যপ্রস্তর যুগের একটি নিদর্শনক্ষেত্রের পরিচয় দাও ।
উত্তর : ভারতে মধ্যপ্রস্তর যুগের সবচেয়ে সুপরিচিত নিদর্শনক্ষেত্র হল গুজরাটের লাঙ্ঘাজ বসতি । প্রত্নতত্ত্ববিদরা লাঙ্ঘাজের দুটি স্বতন্ত্র পর্যায়কে চিহ্নিত করেছেন ।
প্রথম পর্যায়টির শেষদিকে হাতে - তৈরী মাটির পাত্রের উদ্ভব ঘটে এবং
দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ নব্যপ্রস্তর যুগের প্রথমভাগে কুমোরের চাকে - গড়া ও অলঙ্করণ - করা তৈজসপত্রের ব্যবহার দেখা যায় । লাঙ্ঘনাজ অঞ্চলে পাওয়া গেছে হরিণ , কৃষ্ণসারমৃগ , গন্ডার , বুনো শুয়োর , ষাঁড়ের অস্থি প্রভৃতি ।