Subscribe Us

প্রত্নপ্রস্তরযুগীয় সংস্কৃতির দুটি কেন্দ্রের নাম লেখ

প্রশ্ন : প্রত্নপ্রস্তরযুগীয় সংস্কৃতির দুটি কেন্দ্রের নাম লেখ ।

 উত্তর : নিম্নতর প্রত্নপ্রস্তরযুগীয় সংস্কৃতির দুটি কেন্দ্র হল – 
( i ) উত্তরে সোন নদীতীরবর্তী ‘ সোয়ান সংস্কৃতি ' যা বর্তমানে পাকিস্তানের সোন নদীর তীর বরাবর অবস্থিত ,
( ii ) দক্ষিণে দাক্ষিণাত্য অঞ্চলে তথাকথিত ‘ মাদ্রাজ সংস্কৃতি ’ । এই দুটি প্রত্নপ্রস্তরযুগীয় কেন্দ্রই মনুষ্যবাসের পক্ষে অনুকূল নদী উপত্যকায় অবস্থিত ছিল । মাদ্রাজ অবস্থিত কেন্দ্রটি প্রথম আবিষ্কৃত হয়েছিল ১৮৬৩ খ্রিস্টাব্দে ।