Subscribe Us

সোয়ান সংস্কৃতি ’ ও ‘ মাদ্রাজ সংস্কৃতি কী

প্রশ্নঃসোয়ান সংস্কৃতিমাদ্রাজ সংস্কৃতি কী ?

উত্তর : ১৫৫৬ খ্রিস্টাব্দে তার পরবর্তী সময়কালে প্রত্নতত্ত্ববিদ মেজর জেনারেল আলেকজান্ডার কানিংহাম পাঞ্জাব অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি আবিষ্কৃত করেন পাঞ্জাবের সোয়ান নদীর উপত্যকায় প্রচুর পাথুরে অস্ত্র পাওয়া যায় তাই এই অঞ্চলের সংস্কৃতিসোয়ান সংস্কৃতি ' নামে পরিচিত হয় ১৮৬৩ খ্রিস্টাব্দে ভূতত্ত্ববিদ ব্রুস ফুট মাদ্রাজের কাছে ভারতের দ্বিতীয় প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতির সন্ধান পান এই সংস্কৃতি তাই মাদ্রাজ সংস্কৃতি নামে পরিচিত হয়