প্রশ্ন : ‘ আট্টিরামপাক্কাম ’ ও ‘ আদমগড় সম্বন্ধে কী জান ?
উত্তর : মাদ্রাজ সংস্কৃতির নিদর্শন হিসাবে চিহ্নিত অস্ত্রসমূহ সবচেয়ে বেশি । পাওয়া গিয়েছিল মাদ্রাজের নিকটস্থ ‘ আট্টিরামপাক্কাম ’ অঞ্চলে । এখানে প্রাপ্ত অস্ত্রের মধ্যে প্রধান ছিল হাত কুঠার । অন্যান্য পাথুরে অস্ত্রও পাওয়া গিয়েছে । প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল নর্মদা উপত্যকার আদমগড়ের পাহাড়ী অঞ্চল । এখানেও হাত কুঠার ও পাথুরে অস্ত্র পাওয়া গিয়েছিল ।