প্রশ্ন : মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি লেখ ।
উত্তর : মধ্যপ্রস্তর যুগে প্রধান অস্ত্র ছিল পাথরের ফলা এবং ছোট ছোট পাথরের নুড়ি । এ যুগে মৃৎশিল্প থাকলেও কুম্ভকারের ঢাকা ছিল । মৃৎশিল্প ছিল হস্তনির্মিত । জীবিকা ছিল পশুশিকার ও মাছধরা । যদিও শেষ দিকে কৃষির অনুপ্রবেশ ঘটেছিল । স্থায়ী বসবাস করত না ।