Subscribe Us

প্রাক - হরপ্পা সভ্যতা বলতে কী বোঝ

  প্রশ্ন : প্রাক - হরপ্পা সভ্যতা বলতে কী বোঝ ? 

উত্তর : হরপ্পা সভ্যতার বিকাশের বহু পূর্বে বেলুচিস্তান , সিন্ধুপ্রদেশ , পাঞ্জাব , হরিয়ানা , উত্তর রাজস্থান , গুজরাট প্রভৃতি স্থানে এক কৃষিভিত্তিক প্রাচীন সমাজের উদ্ভব হয়েছিল । বলা যায় দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে এই গ্রামীণ সংaস্কৃতিই হরপ্পা সভ্যতার ভিত্তি প্রস্তুত করেছিল । এই সময়ের সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল রসামণ্ডাই , মেহেরগড় , কিলি গুল মহম্মদ প্রভৃতি ।