প্রশ্নঃ হরপ্পাতে শ্রেণিবৈষম্য ছিল কী ?
উত্তর : হরপ্পার বাড়িঘর ও বাড়িঘরের উপকরণ থেকে মনে হয় , সমাজে শ্রেণিবৈষম্য ছিল । এম . হুইলার , রোমিলা থাপার তিনটি সামাজিক শ্রেণির উল্লেখ করেছেন । যেমন — ধনী , কারিগর ও শ্রমজীবী মানুষের অস্তিত্ব পাওয়া যায় । দুর্গ অঞ্চলে শাসক সম্প্রদায় , নগরের দোতলা বাড়িগুলিতে ধনী ও মধ্যবিত্তরা এবং স্নানাগারের পাশে ছোট ছোট খুপরিতে শ্রমজীবী মানুষ বসবাস করত যা ধনী - দরিদ্র শ্রেণি বৈষম্যের প্রমাণ দেয় ।