প্রশ্নঃ মহাজনপদগুলো গাঙ্গেয় উপত্যকাতেই কেন বিস্তার লাভ করল ?
উত্তর : আর্যবসতি বিস্তারের পর ক্রমশ তা সপ্তসিন্ধু অঞ্চল ছেড়ে গঙ্গেয় উপত্যকায় বিস্তার লাভ করেছিল । এর বড় কারণ হল এই অঞ্চলের উর্বর মৃত্তিকা এবং দুর্লঙ্ঘ্য কোন প্রাকৃতিক বাধার অস্তিত্বহীনতা , সর্বোপরি কৃষিকাজের ব্যাপক সম্ভাবনা , লোহার আবিষ্কার ও তার সাথে কৃষিকাজের ব্যাপক প্রসার এই অঞ্চলে জনবসতি স্থাপনের উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করেছিল । এইসব কারণে গঙ্গেয় উপত্যকায় মহাজনপদগুলো কেন্দ্রীভূত হয়েছিল ।