প্রশ্নঃ পরেশনাথ কে ছিলেন ?
উত্তরঃ জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ বা পরেশনাথ । ইনি ছিলেন জৈন ধর্মের প্রকৃত স্থপতি বা প্রবর্তক । জৈন শাস্ত্রকার ভদ্রবাহুর রচনা থেকে জানা যায় যে , পার্শ্বনাথ ছিলেন বারাণসীর রাজা অশ্বসেনের পুত্র , ক্ষত্রিয়কুলে তাঁর জন্ম হয় ।