Subscribe Us

আর্য কারা

 প্রশ্নঃ আর্য কারা ? 

উত্তর : ‘ আর্য কারা ' — এ নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্কের শেষ নেই । তবে পণ্ডিত জোনস্ ও ম্যাক্সমুলার — এর মতে আর্য একটি ভাষাগোষ্ঠীর নাম । সংস্কৃত , গ্রিক , লাতিন , জার্মান , কেলটিক , পারসিক , গথিক প্রভৃতি ভাষায় যারা কথা বলেন তারাই হলেন আর্য । এই ধারণাটা অধিকাংশের ।