Subscribe Us

বৌদ্ধধর্মে স্থবিরবাদ ও মহাসংঘিকা কী

প্রশ্নঃ বৌদ্ধধর্মে ‘ স্থবিরবাদ ' ’ ও ‘ মহাসংঘিকা ' কী ? 

উত্তরঃ বৈশালীতে অনুষ্ঠিত দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে পূর্ব - ভারতীয় ভিক্ষুকগণ ১০ টি নতুন আচরণ গ্রহণে আপত্তি করেন । এই উপলক্ষে বৌদ্ধদের মধ্যে ঘোর মতভেদ দেখা দেয় । অতঃপর পূর্ব - ভারতীয় ভিক্ষুকগণ মহাসংঘিকা ’ বা আচার্যবাদ ' নামে পরিচিত হন এবং পশ্চিম ভারতীয় ভিক্ষুকগণ যাঁরা বুদ্ধের প্রবর্তিত আদি পথ অনুসরণ করেন তাঁরা ‘ স্থবিরবাদ ’ বা ‘ থেরবাদ ’ নামে পরিচিত হন । কালক্রমে ‘ মহাসংঘিকারা ৭ টি সম্প্রদায়ে এবং ‘ স্থবিরবাদীরা ’ ১১ টি সম্প্রদায়ে ভাগ হয়ে যান ।