Subscribe Us

চতুরাশ্রম কী

প্রশ্নঃ ‘ চতুরাশ্রম ' কী ? 

উত্তরঃ পরবর্তী বৈদিক যুগে প্রথম তিন বর্ণের আর্যদের জীবনধারা বিভক্ত ছিল চারটি আশ্রমে । 

( ১ ) ব্রহ্মচর্য — আশ্রমে কৈশোরে গুরুগৃহে থেকে শিক্ষালাভ 

( ২ ) গার্হস্থ্য আশ্রমে যৌবনে বিবাহ করে সংসার জীবনযাপন 

( ৩ ) বাণপ্রস্থ আশ্রমে প্রৌঢ় অবস্থায় বনমুখী হয়ে ঈশ্বরচিন্তা করা 

( ৪ ) সন্ন্যাস আশ্রমে গৃহত্যাগ করে সন্ন্যাস নেওয়া ও মোক্ষলাভের সাধনায় জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করা । এই চার আশ্রমকে একত্রে বলা হত ‘ চতুরাশ্রম ' ।