প্রশ্নঃ বৈদিক আর্যদের ধর্ম বিশ্বাস কীরূপ ছিল ?
উত্তরঃ ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে বৈদিক যুগের আর্যগণ ছিলেন মূলত প্রকৃতির উপাসক । বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে দেবদেবীজ্ঞানে আরাধনা করতেন । ঝড় , বিদ্যুৎ , বজ্ৰ , চন্দ্র , সূর্য , আকাশ প্রভৃতিকে দৈবশক্তির প্রকাশ বলে বিশ্বাস করতেন । আর্যদের প্রাচীনতম দেবদেবী ‘ দ্যৌ ছিলেন আকাশের দেবতা বা পিতা এবং ‘ পৃথিবী ’ ছিলেন মাতা । ইন্দ্ৰ , অগ্নি , বরুণ প্রভৃতি দেবতাদের জনপ্রিয়তাও বাড়ে । আর্যদের মহাপ্রতাপশালী দেবতা ‘ ইন্দ্ৰ ’ ছিলেন বজ্র ও যুদ্ধের দেবতা । এছাড়া জলের দেবতা বরুণ , আলোকের দেবতা সূর্য , বাতাসের মরুৎ উল্লেখযোগ্য ছিলেন । বৈদিক দেবীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভোরের দেবী ঊষা , নদীর দেবী সরস্বতী । আর্য ধর্মের প্রধান বৈশিষ্ট্য হল — বহু দেবদেবীর উপাসনা প্রচলিত থাকলেও বৈদিক ধর্মের মূলকথা হল একেশ্বরবাদ । বৈদিক যুগে প্রথম দিকে মূর্তিপূজা প্রচলিত ছিল না ।