Subscribe Us

হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নিরূপণ কর

প্রশ্নঃ হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নিরূপণ কর । 

উত্তরঃ উইল ডুরান্ট - এর মতে , হরপ্পা সভ্যতা নীলনদের সভ্যতার চেয়ে প্রাচীন । জে . মার্শাল মনে করেন , খ্রিস্টপূর্ব ৩২৫০-২৭৫০ অব্দের মধ্যে এটি বিকশিত হয় । এম . হুইলার এর সময়কাল নির্ধারণ করেছেন খ্রিস্টপূর্ব ২৫০০-১৫০০ অব্দের মধ্যে । সম্প্রতি কার্বন -১৪ পরীক্ষা দ্বারা এর প্রাচীনত্বকে ২৪০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত নিয়ে যাওয়ার একটা বিরোধিতা দেখা গেছে । অধিকাংশের মতে , খ্রিস্টপূর্ব ৩০০০-১৫০০ অব্দের মধ্যে এর উদ্ভব ও বিকাশ ঘটেছিল ।