Subscribe Us

আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত মধ্য - এশিয়ার তত্ত্ব কী

প্রশ্নঃ আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত ‘ মধ্য - এশিয়ার তত্ত্ব ' কী ?

 উত্তরঃ আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্কের ‘ মধ্য - এশিয়া তত্ত্ব বিশেষ গুরুত্বপূর্ণ । জার্মান গবেষক ম্যাক্সমূলার ও মার্টিন জ্যাকব প্রমুখ এই তত্ত্বের প্রবক্তা । এঁদের মতে , আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য - এশিয়া । পারসিক ধর্মগ্রন্থ ‘ জেন্দ - আবেস্তায় ’ ‘ ঐরিয়ানা - ভায়োজো ’ স্থানটির উল্লেখ করা হয় ( যেখানে সর্বপ্রথম মানুষ সৃষ্টি হয়েছে বলে কথিত ) এবং ব্যাবিলনে আবিষ্কৃত ঘোড়ার প্রস্তর ফলকের ভিত্তিতে তাঁরা এই বক্তব্য রেখেছেন । ব্র্যান্ডেনস্টাইন - এর মতে , আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ার কিরঘিজের তৃণভূমি অঞ্চলে ।