প্রশ্ন: সিন্ধু সভ্যতার উন্নতমান কীসের ভিত্তিতে বোঝা যায় ?
উত্তরঃ সিন্ধু - সভ্যতায় আবিষ্কৃত সকল স্থানের ধ্বংসাবশেষ থেকে দেখা যায় , তৎকালীন শহরগুলি ছিল সুপরিকল্পিত ও পরিচ্ছন্ন । রাস্তাগুলি সোজা ও চওড়া । রাস্তার দু - পাশে সারিবদ্ধ বিভিন্ন আকৃতির বাড়িগুলি ছিল উন্নত এবং রুচিপূর্ণ — যা শহরের সৌন্দর্য বৃদ্ধি করত । শহরগুলিতে ছিল পরিকল্পিত পয়ঃপ্রণালী ব্যবস্থা । এছাড়া আবিষ্কৃত হয়েছে বৃহৎ স্নানাগার , সভাঘর , শস্যাগার প্রভৃতি । এ থেকে বোঝা যায় শহরের অধিবাসীরা ছিল স্বচ্ছল । এইসব নিদর্শন থেকে বোঝা যায় , তৎকালীন সভ্যতা ছিল উন্নত মানের ।