Subscribe Us

হাক্ৰা মৃৎপাত্র সংস্কৃতি সম্পর্কে কী জান

প্রশ্ন : ' হাক্ৰা মৃৎপাত্র সংস্কৃতি ' সম্পর্কে কী জান ? 

উত্তর : খ্রিস্ট - পূর্ব ৩৮০০-৩২০০ অব্দ সময়কালে বর্তমান পাকিস্তানের বাহাওয়ালপুর অঞ্চলে হাক্রা নদীর উপত্যকায় যে নব্য - প্রস্তর সংস্কৃতি বিকাশ লাভ করেছিল তাকে ‘ হাক্রা সংস্কৃতি ’ বলে চিহ্নিত করা হয় । মূলত ৯৯ টি কেন্দ্রে আবিস্কৃত মৃৎপাত্রগুলোর সাধারণ বৈশিষ্ট্যকে কেন্দ্র করে এই সংস্কৃতিকে চিহ্নিত করা গেছে । ইরফান হাবিব উল্লেখ করেছেন , এই সংস্কৃতির মানুষরা সম্ভবত অস্থায়ী প্রকৃতির অর্থ - যাযাবর শ্রেণিভূক্ত ছিল । প্রধানত পশুপালনের উপর নির্ভরশীল হলেও সামান্য পরিমাণে স্থানান্তর কৃষি কাজের সঙ্গে এদের পরিচয় ছিল ।