প্রশ্নঃ সিন্ধু সভ্যতায় যে যে শিল্পের নিদর্শনগুলি পাওয়া যায় সেগুলি কী কী ?
উত্তরঃ সিন্ধু সভ্যতায় যে শিল্পের নিদর্শনগুলি পাওয়া গেছে সেগুলি হল পোড়ামাটি দিয়ে তৈরি নানা প্রকারের পাত্র , পুতুল , মূর্তি , লিপি , উৎকীর্ণ সীলমোহর এবং ছোট বাড়ি ও বিশাল অট্টালিকার ধ্বংসাবশেষ ।