Subscribe Us

ঋকবৈদিক যুগে কোন্ কোন্ দেবদেবী বিশ্বপিতা ও বিশ্বমাতা হিসাবে পূজিত হতেন

 প্রশ্নঃ ঋকবৈদিক যুগে কোন্ কোন্ দেবদেবী বিশ্বপিতা ও বিশ্বমাতা হিসাবে পূজিত হতেন । 

উত্তরঃ ঋকবৈদিক যুগে আর্যদের কাছে ‘ দ্যৌ ছিলেন আকাশের দেবতা বা বিশ্বপিতা । পৃথিবী ছিলেন প্রধানা দেবী বা বিশ্বমাতা । খাদ্য , জল ও বাসস্থান দ্বারা এঁরা জীবজগতকে ভরণ - পোষণ করেছেন , এই ছিল আর্যদের বিশ্বাস ।