প্রশ্ন : ঐতিহাসিকতার বিচারে মেহেরগড়ের গুরুত্ব বিবেচনা কর ।
উত্তর : মেহেরগড় সভ্যতা নানা কারণে গুরুত্বপূর্ণ -
( ১ ) সিন্ধু পূর্ব যুগেও এক উন্নত সভ্যতা ছিল তার সাক্ষ্য বহন করছে মেহেরগড়
( ২ ) হরপ্পা সভ্যতাকে প্রাথমিক ভাবে বিদেশী প্রভাবাধীন বলে মনে করা হত । কিন্তু মেহেরগড় সভ্যতার আবিষ্কার এই ভুল ভাঙিয়ে দিয়েছে ।
( ৩ ) হরপ্পার মতো উন্নত সভ্যতার উত্থান আকস্মিক নয় , বরং মেহেরগড় সভ্যতার উত্তরসুরী ছিল হরপ্পা সংস্কৃতি ।