প্রশ্ন : চন্ডপ্রদ্যোৎ কে ছিলেন ?
উত্তর : চন্ড প্রদ্যোৎ ছিলেন ষোড়শ মহজানের অন্যতম শক্তিশালী জনপদ অবন্তীর রাজা । তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক , ‘ চন্ড ’ অভিধার মাধ্যমে তাঁর রাজকীয় প্রতাপের আভাস মেলে । তিনি গান্ধার রাজশক্তির সাথে দীর্ঘদিন ব্যাপী সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন , তবে শেষপর্যন্ত সফলতা পাননি ।