Subscribe Us

মহাবীর কোথায় কৈবল্য লাভ করেছিল || মহাবীরের অপর নাম কেন জিন

প্রশ্ন : মহাবীর কোথায় কৈবল্য লাভ করেছিল ? মহাবীরের অপর নাম কেন ' জিন ' ? 

উত্তরঃ ঋজুপালিকা নদীর তীরে ভূম্ভিকা গ্রামের কাছে এক শালগাছের নীচে মহাবীর কৈবল্য লাভ করেছিলেন । কৈবল্য বা পরম জ্ঞানপ্রাপ্ত হবার মাধ্যমে মহাবীর কামনারিপু বা সুখ দুঃখকে জয় করেছিলেন বলে তাকে ‘ জিন ’ বা ‘ বিজেতা " বলা হয় ।