প্রশ্নঃ ষোড়শ মহাজনপদ কী ?
উত্তরঃ মহাবীর ও বুদ্ধদেবের আবির্ভাবের যুগে ভারতে বৃহৎ ষোলটি রাষ্ট্রের উৎপত্তি হয়েছিল । এগুলিকে একত্রে ষোড়শ মহাজনপদ বলে । মহাজনপদ মানে লোকালয় । এগুলি হল —– ( ১ ) কোশল , ( ২ ) অঙ্গ , ( ৩ ) মগধ , ( ৪ ) বুজি , ( ৫ ) মল্ল , ( ৬ ) বৎস , ( ৭ ) চেদী , ( ৮ ) কুরু , ( ৯ ) পাঞ্চাল , ( ১০ ) মৎস , ( ১১ ) শূরসেন , ( ১২ ) অস্মক , ( ১৩ ) গান্ধার , ( ১৪ ) অবন্তী , ( ১৫ ) কাশী , ( ১৬ ) কম্বোজ ।