প্রশ্নঃ বৌদ্ধ সাহিত্যে উপাদানে কাকে উগ্রসেন বলা হয়েছে ? প্রাচীন গ্রন্থে ‘ নবনন্দ ' হিসাবে কাদের উল্লেখ করা হয়েছে ?
উত্তরঃ বৌদ্ধ সাহিত্য উপাদান মহাবংশটীকাতে মহাপদ্মনন্দকে উগ্রসেন অর্থাৎ ভয়ঙ্কর সেনাদলের অধিপতি বলা হয়েছে । মহাপদ্মনন্দ এবং তাঁর মৃত্যুর পর যে আটজন নন্দ বংশজাত মগধের রাজা হয়েছিলেন তাঁদের ‘ নবনন্দ ’ হিসাবে প্রাচীন গ্রন্থে উল্লেখ করা হয়েছে ।