Subscribe Us

সোয়োট সংস্কৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও

প্রশ্ন : সোয়োট সংস্কৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও । 

উত্তর : উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সোয়োট অঞ্চলে এই সংস্কৃতির প্রসার ঘটে । ১৮০০ – ১৪০০ খৃঃপূঃ নাগাদ এই সংস্কৃতির বিকাশ ঘটে । পাথরের বাড়িঘর এবং তামার অস্ত্র - শস্ত্র ব্যবহৃত হত । ধান , গম , কলাই প্রভৃতি শস্য ছাড়াও গরু , ছাগল ও শুকরের পালন করা হত । মৃৎপাত্রে কালো ও লাল রঙের দ্বারা ঘোড়ার ছবি আঁকা হত ।