Subscribe Us

হরপ্পা - সংস্কৃতির স্রষ্টা কারা

প্রশ্নঃ হরপ্পা - সংস্কৃতির স্রষ্টা কারা ? 

উত্তরঃ বৈদিক আর্যরা হরপ্পার স্রষ্টা । আবার অনেকের মতে হরপ্পা - সংস্কৃতির স্রষ্টা দ্রাবিড় জাতি । ফাদারা হেরাস , জাঁকিলিও জাঁ প্রমুখ পণ্ডিত তথ্যসহ হরপ্পা সংস্কৃতির সঙ্গে দ্রাবিড় জাতির মিল দেখিয়েছেন । সুমেরিও জাতিকে হরপ্পার স্রষ্টা বলে মনে করা হয় । কিন্তু এই মতটিও যুক্তিগ্রাহ্য নয় । উৎসের রহস্য সন্ধান আজও চলেছে , এ নিয়ে নানান আলোচনা হয়েছে ।