Subscribe Us

কীসের ভিত্তিতে হরপ্পায় রক্ষণশীলতার কথা বলা হয়

প্রশ্নঃ কীসের ভিত্তিতে হরপ্পায় রক্ষণশীলতার কথা বলা হয় ?

 উত্তর : ড . ব্যাসাম - এর অভিমত হল হরপ্পা - সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হল রক্ষণশীলতা । বিভিন্ন স্তরে আবিষ্কৃত ধ্বংসাবশেষ থেকে দেখা যায় যে , সেখানে প্রতিটি ক্ষেত্রে ঘরবাড়ি বা রাস্তাঘাট পুরানো ভিতের ওপর পুরানো পরিকল্পনা অনুযায়ী নির্মিত হয়েছিল । মেসোপটেমিয়ার মতন উন্নত সভ্যতার সঙ্গে পরিচিত হওয়া সত্ত্বেও হরপ্পাবাসীরা তা গ্রহণ করেনি । পিগট - এর অভিমত হল , “ হরপ্পা - সংস্কৃতির এই রক্ষণশীলতা ধর্মীয় ঐতিহ্যের দ্বারা প্রভাবিত ছিল । ”