Subscribe Us

সিন্ধু সভ্যতায় কীভাবে মৃতদেহ সৎকার করা হত

 প্রশ্নঃ সিন্ধু সভ্যতায় কীভাবে মৃতদেহ সৎকার করা হত 

উত্তরঃ সিন্ধু সভ্যতায় সমাধিকে তিনভাবে সমাধিস্থ করা হত । যথা — পূর্ণ সমাধি , আংশিক সমাধি , দাহাত্তর সমাধি । পূর্ণ সমাধিতে মৃতদেহের সঙ্গে মৃতের ব্যবহৃত জিনিস , আংশিক সমাধিতে মৃতদেহ পশুপাখি খাবার পর তার অস্থিগুলি বড় পাত্রে ভরে এবং দাহাত্তর সমাধিতে মৃতদেহ দাহ করে তার ভস্মাবশেষ ঐ ব্যক্তির প্রিয়বস্তুর সঙ্গে বড় পাত্রে ভরে সমাধিস্থ করা হত ।