Subscribe Us

ঝুকর সংস্কৃতি ( হোৎকা সংস্কৃতি ) কী

প্রশ্ন : ‘ ঝুকর সংস্কৃতি ' ( হোৎকা সংস্কৃতি ) কী ? 

উত্তর : হরপ্পারপরবর্তী সময়ে সিন্ধু প্রদেশের ঝুকর , চানহুদাড়ো প্রভৃতি স্থানে একটি তাম্রাশ্মীয় সংস্কৃতির অস্তিত্ব লক্ষ্য করা যায় । সংস্কৃতি কেন্দ্রের নাম অনুসারে এটি ‘ ঝুকর সংস্কৃতি ’ নামে পরিচিত । ঐতিহাসিক মার্টিমার হুইলার একে ‘ হোৎকা সংস্কৃতি ' বলে অভিহিত করেছেন । পরবর্তী - হরপ্পা সংস্কৃতি হলেও মাটি হরপ্পার তুলনায় কম উন্নত ছিল ।