প্রশ্নঃ হরপ্পা - সংস্কৃতির শাসন ব্যবস্থা কেমন ছিল ?
উত্তরঃ হরপ্পার শাসন ব্যবস্থা সম্পর্কে কোন প্রত্যক্ষ প্রমাণ পাওয়া কঠিন । সুপরিকল্পিত উন্নত পৌরজীবন থেকে অনুমান করা হয় , সেখানে কেন্দ্রীভূ ত শাসন ব্যবস্থা প্রচলিত ছিল । এইচ . ডি শাঙ্খালিয়ার মতে , সিন্ধুউপত্যকায় ঊদার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল । সিন্ধু শহরগুলিতে বণিক সমাজের দ্বারা পরিচালিত প্রজাতান্ত্রিক শাসন প্রচলিত ছিল । হুইলার - এর মতে , সিন্ধু অঞ্চলে ধর্মাশ্রয়ী শাসন প্রচলিত ছিল , যার কেন্দ্রে ছিলেন ‘ পুরোহিত রাজা ’ ( Priest King ) |