Subscribe Us

লাল ও কালো মৃৎপাত্র সংস্কৃতি ( B.R.W ) কাকে বলে

 প্রশ্ন : ‘ লাল ও কালো মৃৎপাত্র সংস্কৃতি ' ( B.R.W ) কাকে বলে ? 

উত্তর : নব্য - প্রস্তর যুগ থেকে চিহ্নিত ধূসর পাত্র সংস্কৃতির মধ্যবর্তী পর্বে ভারতে ব্যাপকভাবে কালো ও লাল মৃৎপাত্রের ব্যবহার লক্ষ্য করা যায় । এই ধরণের মৃৎপাত্রে একই সঙ্গে কালো ও লাল রঙ ব্যবহার করা হত । বেশিরভাগ ক্ষেত্রে পাত্রের ভিতরের রঙ হত কালো ও বাইরের রঙ হত লাল । আবার একইদিকে উভয় রঙের ব্যবহার এবং বাইরে মাথার দিকে ( কানা ) কালো ও বাকী অংশে লাল রঙের ব্যবহার লক্ষ্য করা যায় ।