প্রশ্নঃ কালিবঙ্গানের গুরুত্ব কী ? মেলুহা কী ?
উত্তরঃ কালিবঙ্গানে আবিষ্কৃত কৃষিক্ষেত্র থেকে জানা যায় যে হরপ্পাবাসীরা লাঙ্গলের ব্যবহার জানত । মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতার মানুষরা সিন্ধু অববাহিকার নাম দিয়েছিল মেলুহা । সিন্ধু সভ্যতার জনগণ তাদের নিজেদের দেশকে যে নামে ডাকতো , তার অপভ্রংশ ছিল মেলুহা ।